ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়ার নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই আজ ১৭ আগস্ট’২৪ ইং বিকাল ৪ টায় স্বৈরাচার বিরোধী আন্দোলনে আহতদের দেখতে রাজধানীর পঙ্গু হসপিটাল ও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে যান। সেখানে আহতদের সজ্জার পাশে গিয়ে খোঁজ-খবর নেন। চিকিৎসা ব্যবস্থাপনা সম্পর্কে অবহিত হন।
আহত পঙ্গুদের সার্বিক অবস্থা দেখে তিনি বলেন তাদের সর্বোচ্চ সুচিকিৎসা সম্পূর্ণভাবে অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চিত করতে হবে। কোন কারণে আহতদের চিকিৎসা যদি দেশে সম্ভব না হয় তাহলে বিদেশে পাঠিয়ে হলেও তাদের সর্বোচ্চ উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
এ সময় শায়খে চরমোনাই’র সাথে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সিনিয়ার সহ-সভাপতি আলহাজ আনোয়ার হোসেন, মাওলানা লোকমান হোসেন জাফরী, সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম, মুফতী মুস্তফা কামাল, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতী মোঃ মাছউদুর রহমান, মুহাম্মদ নাজমুল হাসান, শেরেবাংলা নগর উত্তর সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান, সেক্রেটারি কারী জয়নাল আবেদী প্রমুখ।
তারপর ৫ ই আগস্ট২৪ পুলিশের গুলিতে নিহত রূপনগরস্থ আনোয়ার এর বাসায় যান তার পরিবারের সাথে সমবেদনা জ্ঞাপন করার জন্য।