জাতীয় শিক্ষক ফোরামের সেক্রেটারী জেনারেল প্রভাষক আব্দুস সবুরের মমতাময়ী মা গতরাত ১.১৫ মিনিটে বগুড়ার নিজবাড়ীতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। জাতীয় শিক্ষক ফোরামের সেক্রেটারী জেনারেল প্রভাষক আব্দুস সবুরের মায়ের ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই গভীর শোক প্রকাশ করে মরহুমার মাগফিরাত কামনা করেছেন।
পৃথক পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করে মরহুমার মাগফিরাত কামনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাছির উদ্দিন খান ও সিনিয়র সহ-সভাপতি মাওলানা এবিএম জাকারিয়া।
আজ এক শোকবাণীতে বলেন পীর সাহেব চরমোনাই মরহুমার সকল নেককাজ কবুল করুন, গুনাহ, ত্রুটিবিচ্যুতি ক্ষমা করুন, এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। সেইসাথে পরিবার পরিজনকে সবর করার তওফিক দিন, আমিন।
আজ বাদ জোহর পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে মরহুমার মাগফিরাত কামনা করে এক দেয়া মাহফিল অনুষ্ঠিত হয়।