এম শাহরিয়ার তাজ: খুলনার বটিয়াঘাটায় মোটরসাইকেল-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে রূপম হালদার আফসান (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে খুলনা-চালনা মহাসড়কের সিলিন্দামারি কারিগরি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত আফসান স্থানীয় গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলাম হালদারের ছেলে। মোটরসাইকেলের প্রতি খুবই শখ ছিল রূপম হালদারের। বাইক নিয়ে ঘুরে বেড়াতে পছন্দ করতেন তিনি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রূপম হালদার আফসান মোটরসাইকেলে তার চাচাতো ভাইকে সাথে নিয়ে এবং আরও ৩টি মোটরসাইকেল একযোগে খুলনা থেকে কাতিয়ানাংলা তার বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে সিলিন্দামারি কারিগরি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষে হলে গাড়িতে থাকা দুজন আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রূপমকে মৃত ঘোষণা করেন। তার চাচাতো ভাই রিশাদ হালদার গুরুতর আহত অবস্থায় সিটি মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন কুমার সরকার বলেন, মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।