বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুরে প্রতিষ্ঠিত মাদরাসাতুল কারীম সহবতপুর এর নূরানী বিভাগের ফলাফল প্রকাশ করা হয়েছে।
আজ ২৮ ডিসেম্বর সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড টাঙ্গাইল জেলা শাখার সেক্রেটারি মুফতি সাইফুল ইসলাম ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদরাসাতুল কারীম সহবতপুর যদিও সহবতপুরে অবস্থিত; কিন্তু এর প্রসিদ্ধি সাড়া টাঙ্গাইল জুড়ে বিস্তৃত। তিনি আরো বলেন মাদরাসা হলো ইলম এবং আমলের সমন্বয়। তিনি মাদরাসার প্রতি বিশেষভাবে লক্ষ রাখার জন্য অভিভাবক এবং এলাকাবাসীর প্রতি আহবান জানান।
মাদরাসা পরিচালক হাফেজ মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উক্ত মাদরাসার শিক্ষার্থী, অভিভাবক, এবং মাদরাসার উস্তাদগন।
উক্ত অনুষ্ঠানে ১ম, ২য় এবং ৩য় স্থান অর্জনকারীদের মাঝে পুরুষ্কার তুলে দেন মুফতি সাইফুল ইসলাম৷
ফলাফল:
শিশু শ্রেণীতে ১ম হয়েছে ফাতেমা খানম, ২য় মাহিম এবং ৩য় স্থান অর্জন করেছেন ফাহাদ।
১ম শ্রেণীতে ১ম হয়েছে খালিদ সাইফুল্লাহ, ২য় উম্মে হাবিবা এবং ৩য় স্থান অর্জন করেছেন মাজিদুল ইসলাম। ৩য় শ্রেণীতে ধারাবাহিকভাবে তায়েবা এবং হিফজ বিভাগে রাহাত দেওয়ান কৃতকার্য হয়েছেন।