এইচ এম মাহমুদ হাসান- রাজধানীর বাউনিয়া আবদুল জলিল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিজয় দিবস পালিত হয়েছে।
১৬ ই ডিসেম্বর, মহান বিজয় দিবস, ১৯৭১ সালের এই দিনে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌমত্ব স্থান পায়। সকল শহীদদের প্রতি শ্রদ্ধা স্মরন ও যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিজয়, কুইজ, চিত্রাঙ্কনসহ নানা প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাউনিয়া আবদুল জলিল উচ্চ বিদ্যালয়। বাউনিয়া আবদুল জলিল উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি মো. আবুল হোসেন মাস্টারের সভাপতিত্বে ও বিজয় দিবস উদযাপন কমিটি-২০২৩ এর আহ্বায়ক সাজেদুল ইসলামের সঞ্চালনায় বিজয় দিবস পালিত হয়েছে।
আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলাউদ্দিন আল সোহেল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও উত্তরা ফ্রেন্ডস্ ক্লাবের সভাপতি, আলাউদ্দিন আল সোহেল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তুরাগ থানা আ’লীগের সাধারণ সম্পাদক এম ডি হালিম, ডিএনসিসি’র ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মো. ফরিদ আহমেদ, আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন মেম্বার, মো. সুরুজ আলী মাদবর, মো. এডভোকেট সানোয়ার হোসেন, আলহাজ্ব মাহাবুবুল ইসলাম ইকবাল, মো. ইব্রাহিম গণি মেম্বার, বাবরুল হাসান বাবুল, মোহাম্মদ সামছুল ইসলাম আজিম, রাইসুল ইসলাম লিটন, আবির হাসান তানিমসহ বাউনিয়া আবদুল জলিল উচ্চ বিদ্যালয় এর সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত থেকে অনুষ্ঠান উদযাপন করেন।






