রাজধানীর ডেমরা থানার স্টাফ কোয়ার্টার এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। মঙ্গলবার ভোরে এই ঘটনা ঘটে।
পরে আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
আহতরা হলেন—সৌদি প্রবাসী শহীদুল ইসলাম (৪৫), তাঁর ছেলে সাইফুল ইসলাম (২০), ইমরান (৩০), মামুন (২৭) ও মাইক্রোবাসচালক আল-আমিন (৩০)।
আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া শামীম বলেন, ‘আমার ভাই সৌদি আরব থেকে মধ্যরাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুমিল্লা যাওয়ার উদ্দেশে মাইক্রোবাসে রওনা করেন। মাইক্রোবাসটি ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই গাড়িতে থাকা পাঁচজনই আহত হয়।’
শামীম আরও বলেন, ‘পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে তিনজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আমার ভাতিজা সাইফুল ইসলামকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং চালক আল আমিন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।’
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আহত অবস্থায় ৫ জন হাসপাতালে আসে। তাদের মধ্যে দুজন হাসপাতালে ভর্তি আছেন। আর দুজন চিকিৎসা শেষে চলে গেছেন এবং আরেকজন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।