সৈয়ব আহমেদ সিয়াম, চবি প্রতিনিধি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ইঞ্জিনিয়ারিং অনুষদের পেছনের বাঁশঝাড় থেকে সাবেক নিরাপত্তাকর্মী মনির আহমেদ (৭৫) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এর আগে
বিকেল সাড়ে ৩টার দিকে ওই বাঁশঝাড়ে মরদেহ দেখেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ঝাড়ুদার জগদীশ রুদ্র। জানা গেছে, মনির আহমেদ চবির সাবেক নিরাপত্তাকর্মী ছিলেন। বয়স আনুমানিক ৭৫। বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। তিনি চবির বিজ্ঞান অনুষদের সামনের
কলোনিতে পরিবার নিয়ে বসবাস করতেন। দুই বছর আগে তিনি চাকরি থেকে অবসর নেন। এছাড়া তিনি প্রায় সময় বাঁশ কাটতে ওই অনুষদের পেছনে যাওয়া-আসা করতেন এবং লাকড়ি সংগ্রহ করতেন। ধারণা করা হচ্ছে তিনি সেখানে বাঁশ কাটতে গিয়েছিলেন। তবে মৃত্যুর
কারণ জানা যায়নি এখনো। মনির আহমেদের ছেলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের প্রহরী মো. তারেক মিয়া বলেন, গতকাল আসরের নামাজের পরে বের হয়েছিলেন বাবা। এরপর আর বাড়ি ফেরেননি। আজ বিকেল সাড়ে তিনটার দিকে বাবার মরদেহ পাওয়া গেছে।
ইঞ্জিনিয়ারিং অনুষদের ঝাড়ুদার জগদীশ বাসায় জানিয়েছেন। পরে আমি এসে বাবার মরদেহ দেখতে পাই। মৃতদেহ উদ্ধার করার জন্য পুলিশ ঘটনাস্থলে হয়। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ধারণা করা হচ্ছে যে, তিনি হৃদরোগে মারা গেছেন।
তবে বাঁশঝাড়ে মৃত্যু হওয়ায় এটা স্পষ্ট না। তাই ছেলে বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করতে হবে। তারপর ময়নাতদন্তের মাধ্যমে সঠিক কারণ উদঘাটন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।