শোয়াইব আহম্মদ আলম দৌলতপুর থানা প্রতিনিধিঃ-
বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা এক ইঞ্চি জায়গাও ফাঁকা রাখা যাবে না। ওই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্য কেসিসি ৬নং ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি গ্রহন করা হয়েছে। বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করবেন কেসিসি’র মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক। ওই ধারবাহিকতায় নগরীর নতুনরাস্তা মোড়স্থ নিজস্ব কার্যালয়ে শনিবার (৩০ সেম্পেম্বর) কেসিসির ৬নং ওয়ার্ড রোড আইল্যান্ডে বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্য প্রেস ব্রিফিং করেছেন ৬নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ শামসুদ্দিন আহম্মেদ প্রিন্স।
তিনি তার লিখিত বক্তব্যে বলেছেন, পরিবেশ দূষণরোধে বৈশি^ক তাপমাত্রা কমাতে প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায়, জলাবায়ূ পরিবর্তন বিরূপ প্রভাব রোধে এবং প্রাকৃতিক সৌন্দর্য ও ভারসাম্য রক্ষাসহ নৈস্বার্গিক সৌন্দর্য বর্ধনে গাছের গুরুত্ব অপরসীম। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার সরকারের টেকসই উন্নয়নকে ধরে রাখার জন্য প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব অপরসীম। সেদিকে লক্ষ্য রেখে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক একটি পরিবেশ বান্ধব তিলোত্তমা নগরী গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে চলেছেন। সেই ধারাবাহিকতায় মুজগুন্নি মহাসড়কের ৬নং ওয়ার্ডের সীমান পর্যন্ত রোড আইল্যান্ড পরিষ্কার করে ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও এলাকাবাসীর স্বতস্ফূর্তভাবে অংশগ্রহনের মাধ্যমে শোভা বর্ধনের জন্য বৃক্ষরোপনের আয়োজন করা হয়েছে। এলক্ষ্যই আয়োজিত এই প্রেস ব্রিফিং।
এসময় উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড আ’লীগের সহ-সভাপতি শেখ কাওছার আলী, সাঃ সম্পাদক জাফর ইকবাল মিলন, সাংগঠনিক সম্পাদক রহিম মোল্লা, মহিলা আ’লীগের সম্পাদিকা বিনু ইসলাম, মো.শাহিন শাহ, আবু বকর সিদ্দিক, অমিত কুমার সাহা, ওয়ার্ড সচিব আবু মুসা, দিপংঙ্কর বিশ^াস, সাবের আহমেদ, চুমকি, শিপ্রাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।