মোঃ ইব্রাহিম খলিল, ঝালকাঠি জেলা প্রতিনিধি:- আজ শনিবার 30ই সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকায় ঝালকাঠি সদর থানা আওতাধীন বিনাইকাটি ইউনিয়নের মানপাশা বাজার কেন্দ্রীয় মসজিদে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি সদর পূর্ব শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলার সহ-সভাপতি মোহাম্মদ
ইব্রাহিম খলিল তিনি তার বক্তব্যে বলেন , সকল সংগঠনেরই নিজস্ব কর্মী বাহিনী রয়েছে। কর্মীরাই সংগঠনের মেরুদণ্ড। যোগ্য, দক্ষ ও ত্যাগী কর্মীদের দ্বারাই চূড়ান্ত বিপ্লব অর্জন করা সম্ভব। কর্মীদের নৈতিকতার অবক্ষয় ঘটলে পুরো সংগঠনে তার নেতিবাচক প্রভাবের সৃষ্টি হয়।
তিনি আরও বলেন, আজ স্বাধীনতার ৫২ বছর অতিক্রান্ত হতে যাচ্ছে কিন্তু বিগত ও বর্তমান সরকারদলীয় ক্ষমতাসীনদের কর্মীদের লাগামহীন দুর্নীতির কারণে আজ দেশ ও দেশের মানুষ ক্ষতিগ্রস্ত। তাদের কর্মীদের নৈতিকতা ও মানবীয় গুণাবলীর এহেন অবক্ষয় দিন দিন
চলতে থাকলে দেশ ক্রমান্বয়ে হুমকির সম্মুখীন হবে। উক্ত সভায় বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলার কওমি মাদ্রাসা বিষয়ক সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্মীদের নৈতিকতা গঠনের
লক্ষ্যে অবিরত কাজ করে চলছে। আগামীর ইসলামী বিপ্লব প্রতিষ্ঠায় এবং সোনার বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সর্বদা অগ্রসেনানির ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে শাখা সভাপতি মোহাম্মদ আলী হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ
সম্পাদক মোঃ কেফায়েত উল্লাহর সঞ্চালনায় কর্মীসভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি সদর পূর্ব শাখার কর্মীবৃন্দ।