ইবি প্রতিনিধি : ইসমাইল হোসেন রাহাত
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের পুনর্মিলনী আগামী ২৩ সেপ্টেম্বর প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে। এতে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এক মতবিনিময় সভায় এসব কথা জানান পুনর্মিলনী আহ্বায়ক কমিটি। এ সময় বিভাগের সভাপতি ও পুনর্মিলনী কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমানের সভাপতিত্বে পুনর্মিলনী
অনুষ্ঠানের সদস্য সচিব অধ্যাপক ড. আ হ ম নুরুল ইসলাম, পুনর্মিলনী সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন। জানা যায়, এই আয়োজনে বিভাগটির সাবেক ও বর্তমান প্রায় সাত শতাধিক শিক্ষার্থী অংশ নেবেন। আগামী ২২ সেপ্টেম্বর বিকেলে পুনর্মিলনী উপলক্ষে ডেলিগেট কার্ড ও গিফট বিতরণ অনুষ্ঠিত হবে। পরে ২৩ মার্চ দিনব্যাপী বিভিন্ন আয়োজনে
বিভাগটির অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত হবে। আয়োজক কমিটি মতবিনিময় সভায় জানান, বিভাগটিতে প্রথমবারের মতো অ্যালামনাইদের নিয়ে এক জমকালো আয়োজন হতে যাচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-
উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়াসহ আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। এসময় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে দিনব্যাপী আলোচনা সভা, শিক্ষার্থীদের স্মৃতিচারণ, নাটিকা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন করা হবে।