ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী রেজাউল করীম ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে বাংলাদেশের রাষ্ট্রীয় মেহমান করায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন।
আজ (১১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে চরমোনাই পীর বলেন, মুসলিম উম্মাহর হৃদয় যখন ক্ষত ও ব্যথিত তখন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে বাংলাদেশের মত বিরানব্বই ভাগ মুসলমানের দেশে রাষ্ট্রীয় অতিথি করে মুসলমানের চিন্তা-চেতনার সাথে চরম তামাশা করেছে সরকার।
চরমোনাই পীর বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আমাদের প্রাণের স্পন্দন হযরত মুহাম্মদ সা.কে রাষ্ট্রীয়ভাবে অবমাননা করে বিশ্বের দু’শত কোটি মুসলমানের হৃদয়ে চরম আঘাত করেছে। এই ঘটনার জন্য মুসলিম উম্মাহর কাছে ম্যাক্রোঁ ক্ষমা প্রার্থনা করেনি। মুসলিম উম্মাহর হৃদয়ের ক্ষত সৃষ্টি করে ম্যাক্রোঁকে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে মেহমান করে বর্তমান সরকার মসুলিম উম্মাহর সাথে গাদ্দারী করেছে। এই ঘটনায় আমরা বাংলাদেশের মুসলমানরা চরমভাবে ক্ষুব্ধ ও ব্যথিত। মুসলমানের প্রাণের স্পন্দন নাবী সা.কে অবমাননাকারী ম্যাক্রোঁ কোনভাবেই বাংলাদেশে রাষ্ট্রীয় মেহমান হতে পারে না। কারণ সে নবী বিদ্বেষের জন্য মুসলিম উম্মাহর কাছে ক্ষমা চায়নি। এমনকি অনুতপ্তও হয়নি। এমন একজন চরম ইসলাম ও নবী বিদ্বেষীকে নিজেদের রাষ্ট্রীয় ক্ষমতা পাকাপোক্ত করতে মেহমান বানানোর মানেই হলো নিজেদেরকেও ইসলামবিদ্বেষী হিসেবে পরিচয় দেয়া।