ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের শারিরিক অবস্থার উন্নতি হয়েছে।
গত ৪ সেপ্টেম্বর থেকে ঢাকার আসগর আলী হসপিটালে চিকিৎসাধীন ছিলেন। আজ ১০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টার দিকে তাকে ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
শারীরিক অসুস্থতা থেকে পরিপূর্ণ সুস্থ হতে তিনি আজকের চরমোনাই বাসভবনের দিকে রওয়ানা দিয়েছেন।
গত ৩ সেপ্টেম্বর, খুলনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা ও মহানগরীর উদ্যোগে আয়োজিত সমাবেশে যোগ দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন।
খুলনায় মুফতী সৈয়দ ফয়জুল করীমের অবস্থা অবনতির দিকে গেলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ৪ সেপ্টেম্বর এ্যাম্বুলেন্স এ জরুরিভাবে ঢাকায় এনে আসগর আলী হসপিটালের আইসিইউ, পিআইসিইউতে রেখে ৭ সেপ্টেম্বর তাঁকে কেবিনে দিয়ে চিকিৎসা দেয়া হয়।






