সাংস্কৃতিক অঙ্গনে কার্যরত সংগঠন ও ব্যাক্তিবর্গের সাথে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৬ সেপ্টেম্বর সন্ধায় পল্টনস্থ একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মাদ নেছার উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা এ বি এম জাকারিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ, সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকী।
সঞ্চালনা করেন সংগঠনের কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক আ হ ম আলাউদ্দীন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য তুলে ধরেন, বন্ধন শিল্পীগোষ্ঠীর পরিচালক হাফেজ এমদাদুল ইসলাম, সুরেরতরী শিল্পীগোষ্ঠীর পরিচালক মাসরুর তাশফীন, স্টুডিও ভোকাল এর পরিচালক ইলিয়াছ হাসান, গীতিকার আব্দুল কাদের হাওলাদার, ঐশীস্বর শিল্পীগোষ্ঠীর পরিচালক ওমর ফারুক সাহিল, ভয়েস স্টার আবৃতি সংসদের সভাপতি আহমদ আবু জাফর, শাহে মদীনা শিল্পীগোষ্ঠীর পরিচালক সাইফুল্লাহ সাদী, অবিরাম শিল্পীগোষ্ঠীর পরিচালক আবু বকর আহাদ, রুপান্তর শিল্পীগোষ্ঠীর পরিচালক আফজাল সামী সহ অন্যান্য শিল্পী নেতৃবৃন্দ।