এইচ এম মাহমুদ হাসানঃ কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র, পুলিশই জনতা, জনতাই পুলিশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ঢাকা মেট্রোপলিটন ( ডিএমপি) উত্তরা বিভাগের কমিউনিটি পুলিশিং সমাবেশ আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিয়ে, যৌতুক, চুরি-ডাকাতি ও জঙ্গী-সন্ত্রাসবাদ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও কার্যকরী ব্যবস্থা গ্রহনের লক্ষে কমিউনিটি পুলিশিং ফোরাম ও উত্তরা বিভাগের পুলিশের আয়োজনে রবিবার দুপুরে উত্তরা ১৩ নং সেক্টরস্থ জমজম কনভেনশন সেন্টারে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে উত্তরা পশ্চিম থানার ওসি (অপারেশন) পার্থ প্রদিপের সঞ্চালনায় দক্ষিণখান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও
উত্তরা বিভাগের কমিউনিটি পুলিশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ( উত্তরা বিভাগ) এর উপ-পুলিশ কমিশনার মোর্শেদ আলম।
উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন, ঢাকা বোর্ডের সাবেক চেয়ারম্যান তাসলিমা বেগম, উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তরিকুর রহমান, উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ ( ওসি) মাসুদ আলম, পূর্ব থানা ওসি, নাসির উদ্দীন, দক্ষিণ খান থানা ওসি, সিদ্দিকুর রহমান, উত্তরখান থানা ওসি, আবুল কালাম আজাদ, বিমানবন্দর থানা ওসি, আজিজুল হক, তুরাগ থানার ওসি, মওদুত হাওলাদার, উত্তরা ১নং ওয়ার্ডের কাউন্সিলর, আফছার উদ্দিন খান, ৫২ নং ওয়ার্ডের কাউন্সিলর, ফরিদ উদ্দিন, ৫১ নং ওয়ার্ডের কাউন্সিলর, শরিফুর রহমান, ৫৪ নং ওয়ার্ডের কাউন্সিলর, জাহাঙ্গীর হোসেন যুবরাজ, কাউন্সিলর জয়নাল আবেদীন, কাউন্সিলর জাইদুল ইসলাম মোল্লা, উত্তরা ১২ নং সেক্টর কল্যাণ সমিতির সভাপতি, একেএম নাসির উল্লাহ, উত্তরা পশ্চিম থানা বিট কমিউনিটি পুলিশের সভাপতি, শাহ আলম, সাধারণ সম্পাদক, স্বপন, ৫২ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের আহবায়ক, ইব্রাহিম গণি মেম্বার, মোমতাজুল করিম, ইসমে আরা হানিফ, সাজেদুল ইসলাম,সহ উত্তরা বিভাগের পুলিশের সকল কর্মকর্তা ও উত্তরার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।