আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের সভাপতি হলেন আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী।শনিবার রাজধানীর খিলগাঁও মাখযানুল উলুম মাদরাসায় আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে আগামী ৩১ জানুয়ারী ২০২৪ সোহরওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত হয়।
আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর পরিচালনায় বৈঠকে সভাপতিত্ব করেন আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী। বৈঠকে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ সভাপতি আল্লামা শায়েখ সাজিদুর রহমান, সিনিয়র সহ সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব, সহ সভাপতি মাওলানা মাহফুজুল হক, মাওলানা সাঈদ নূর, যুগ্ম মহাসচিব আব্দুল কাইয়ুম সুবহানী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, যুগ্ম মহাসচিব মাওলানা মুজিবুর রহমান হামিদী, সহকারী মহাসচিব মাওলানা হাসান জামিল, মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা এনামুল হক মুসা, সাংগঠনিক সম্পাদক মাওলানা আশেকুল্লাহ, মাওলানা জুবায়ের আহমেদ, মুফতি জসিম উদ্দিন, মাওলানা রেজওয়ান রফিকী, মাওলানা আবুল কাসেম নোমানী, মুফতি ইলিয়াস হামিদী, মাওলানা গাজী ইয়াকুব, মাওলানা শওকত হোসেন সরকার, মাওলানা তাফাজ্জল হোসেন, মাওলানা ইউনুস ঢালী, মুফতী আল আমিন ফয়েজী, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা ওমর ফারুক, মাওলানা মোরশেদ বিন নূর প্রমুখ।