আল আমিন ভোলা প্রতিনিধি: আজ (শনিবার) ২৬ ই আগস্ট -২৩’ইং আনুমানিক সাড়ে বারোটায় ভোলা সদরের ভোলা-ইলিশা মহাসড়কের বুড়ির মাসজিদের সংলগ্ন অটোরিকশা দুর্ঘটনা মারিয়া নামের এক শিশুর অকাল মৃত্যু হয়েছে। শিশু মারিয়া ওই এলাকার ইসমাইল ঘোষের মেয়ে। শিশুর মৃত্যুতে পরিবারে শোকের নেমে এসেছে শোকের মাতম।
নিহতের চাচা আলী হোসেন জানান, মারিয়া তার ছোট এক চাচাতো ভাইয়ের জন্য দোকান থেকে একটি দুধের প্যাকেট কিনতে যায়। রাস্তা পারাপারের জন্য রাস্তার একপাশে সে দাঁড়িয়ে ছিল। এ সময় ইলিশা থেকে যাত্রী নিয়ে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসা দ্রুত গতির এক অটোরিকশা মারিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় অটোরিকশাটি রাস্তার পাশে থাকা খালে পড়ে যায়।
এদিকে সুশীল সমাজের নাগরিকরা বলছেন
ভোলার সড়কগুলোতে যানবাহানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে অটো রিকশা। কোন ধরনের প্রশিক্ষণ ছাড়াই অটোরিকশা কিনে রাস্তা নেমে পড়ছে এক শ্রেণীর মানুষ। তাদের নাই কোন প্রশিক্ষণ ও পূর্ব অভিজ্ঞতা। যার ফলে সড়কে বাড়ছে দুর্ঘটনা। প্রাণ হারাচ্ছে মানুষ। এছাড়াও অবৈধ টমটম, নসিমন, কাকড়া ট্রলির বেপরোয়া ড্রাইভিং এর কারণে এসব দুর্ঘটনা ঘটছে।
সড়কে দুর্ঘটনা প্রতিরোধে উর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবী। বিশেষ করে অটো রিকশা ড্রাইভারদের ৩দিনের প্রশিক্ষণসহ অবৈধ যানবাহন নিষিদ্ধ করে সড়কের দুর্ঘটনা প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
ভোলার নিয়ন্ত্রণহীন সড়কে মৃত্যুর মিছিল থামছেনা
ভোলার সড়কগুলো ড্রাইভারদের বেপরোয়া গাড়ির চালানোর কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। যার ফলে সড়কে প্রাণ হারাচ্ছে মানুষ। ভোলার নিয়ন্ত্রণহীন সড়কে প্রতিদিন তাজ প্রাণ ঝড়লেও অবৈধ যানবাহন ও অদক্ষ ড্রাইভারদের রোধে কর্তৃপক্ষের উল্লেখযোগ্য কোন পদক্ষেপ চোখে পরছেনা।
এ বিষয়ে ওসি মো. শাহীন ফকির জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। শিশুটির মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে এবং অটোরিকশাটি পুলিশি হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।