শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: আজ বৃহস্পতিবার (২৪ আগষ্ট) বিকাল ৪ টায় খুলনার নতুন পুলিশ কমিশনার (কেএমপি) মোঃ মোজাম্মেল হক এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন আমি আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর, মহানগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, উপদেষ্টা মুফতী মাহবুবুর রহমান, নগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, আলহাজ্ব আবু তাহের, জেলা সহ-সভাপতি মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান, নগর সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন, ইসলামী যুব আন্দোলন নগর যুগ্ন সম্পাদক মোমিনুল ইসলাম নাসিব, মিরাজ আল সাদি, ইসলামী ছাত্র আন্দোলন নগর সাংগঠনিক সম্পাদক মোস্তফা আল গালিব প্রমূখ।
নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাতে খুলনায় আগামী ৩ সেপ্টেম্বর শায়েখে চরমোনাই’র বিশাল সমাবেশ ও আইন শৃঙ্খলা বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয়, কেএমপি কমিশনার আশ্বস্ত করেন আপনাদের সার্বিক সহযোগিতায় খুলনার আইন-শৃঙ্খলা ইনশাল্লাহ ভালো থাকবে এবং ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দও আইনশৃঙ্খলা বিষয় নিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।