খুলনা নগরীর রূপসা থানার মাস্টারপাড়া এলাকা হতে বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে অস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
এসময় তাদের কাছ থেকে পিস্তল, গুলি, ম্যাগাজিন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- নগরীর চানমারি ৩য় লেন, মাজার গলি এলাকার মৃত জাহিদুল ইসলাম বুলুর ছেলে জনি মোল্যা (২০) এবং চাঁনমারি বাজার এলাকার আবু ছালেহ স্বপনের ছেলে সাব্বির (২২)।
কেএমপির এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে খুলনা থানাধীন চাঁনমারী এ্যাপ্রোচ রোডস্থ চাঁনমারী বাজার এলাকা থেকে তাদেরেক গ্রেফতার করা হয়।
এসময় তাদের দেহ তল্লাশি করে একটি সচল পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি এবং একটি রেজিস্ট্রেশন বিহীন অ্যাপাচি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতার জনি মোল্যার বিরুদ্ধে ইতোপূর্বে একটি হত্যা মামলা এবং একটি অন্যান্য ধারায় মামলা রুজু রয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র সংক্রান্ত খুলনা থানার মামলা দায়ের করা হয়েছে।