এম বাহাউদ্দীন নোমান, দশমিনা উপজেলা প্রতিনিধি: আজ১১ আগষ্ট’২৩ সকাল ১০ ঘটিকার সময় উপজেলার বাসস্ট্যান্ডে এই তৃনমুল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ দশমিনা উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই তৃনমুল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
দশমিনা উপজেলা শাখার সভাপতি মোঃ মজিবুর রহমান আজবাহার প্যাদার সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ রুহুল আমিন এর সঞ্চালনায় প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান এসব কথা বলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বিগত দিনের ইতিহাসে প্রমাণিত শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারেনা। তত্বাবধায়ক সরকারের আচরণও প্রশ্নবিদ্ধ। পীর সাহেব চরমোনাই তাই জাতীয় সরকারের ফর্মুলা দিয়েছেন। দাবি আদায়ে আগামীতে দলীয় নেতাকর্মীকে প্রস্তুত থাকার আহবান জানান। শান্তি সমাবেশের নামে হাফেজ রেজাউল করিম হত্যাকারীদের বিচার করতে হবে।
প্রধান বক্তা তার বক্তব্যে বলেন ব্যর্থ নির্বাচন কমিশনের পদত্যাগ ছাড়া কোন বিকল্প নেই।
আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দশমিনা থানা শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
উপজেলা তৃনমূল প্রতিনিধি সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি মাওঃ মুফতি হাবিবুর রহমান, সহ-সভাপতি কাজী গোলাম সরোয়ার,এসিস্ট্যান্ট সেক্রেটারি মাষ্টার মোঃ সিদ্দিকুর রহমান, সাবেক সেক্রেটারি মাওঃ আর আই এম অহিদুজ্জান দশমিনা উপজেলা শাখার সংগ্রামী সহ-সভাপতি হাঃ মোঃ ইব্রাহিম খলিল, জয়েন্ট সেক্রেটারি হাঃ আবু তাহের খান, সাংগঠনিক সম্পাদক, মাওঃ আঃ রহিম, মাওলানা আইয়ুব আলী, এসিস্ট্যান্ড সেক্রেটারী মোঃ আবু সায়েম হোসেন, যুব নেতা,মোঃ নুরুজ্জামান, মোঃ ইমাম হোসাইন, ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ বাহাউদ্দীন নোমান প্রমূখ।