শুক্রবার | ১৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | ২৯ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | হেমন্তকাল | বিকাল ৫:২৭

শুক্রবার | ১৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | ২৯ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | হেমন্তকাল | বিকাল ৫:২৭

আওয়ামিলীগে দুই গ্রুপের সংঘর্ষে নিহত শিক্ষার্থী রেজাউলের বাবা কি ন্যায়বিচার পাবেন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১১:৪৬ পূর্বাহ্ণ
  • বিকাল ১৫:৩৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:১৮ অপরাহ্ণ
  • রাত ১৮:৩৪ অপরাহ্ণ
  • ভোর ৬:১০ পূর্বাহ্ণ

 জাতীয় নির্বাচনের বাকি আর মাত্র কয়েক মাস। রাজনীতির মাঠ দখলে মরিয়া রাজনৈতিক দলগুলো। নিজেদের স্বার্থে সমাবেশ, মহাসমাবেশ, পদযাত্রা, জয়যাত্রা, শান্তি সমাবেশ করছে রাজনৈতিক দলগুলো। তাদের শান্তি সমাবেশ ও শান্তিপূর্ণ অবস্থানের ফলে অশান্তি তৈরি হয়েছে জনসাধারণের মধ্যে। ২৯ জুলাই আওয়ামী লীগের শান্তি সমাবেশ শেষে ফেরার পথে দুই গ্রুপের সংঘর্ষে একজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। জানা যায়, নিহত শিক্ষার্থীর নাম রেজাউল ইসলাম (২১)। তিনি ঢাকার যাত্রাবাড়ি মাদ্রাসার দাওরা হাদিস বিভাগের ছাত্র ছিলেন। তিনি শেরপুরের নকলা উপজেলার চরঅষ্টাধর ইউনিয়নের নারায়ণখোলা পশ্চিমপাড়া গ্রামের বর্গাচাষি আব্দুস সাত্তারের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, তিনি সেদিন বায়তুল মোকাররমে নামাজ আদায় করে গুলিস্থানের পথ ধরে যাচ্ছিলেন। তখনই শান্তি সমাবেশ থেকে ফেরা আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। সেখানে তাকে কোপানো হয়। হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। শান্তির ছড়িয়ে না দিয়ে একটি পরিবারের স্বপ্ন এভাবে শেষ করে দেওয়া হলো। তাকে নিয়ে বড় স্বপ্ন দেখত তাঁর বর্গাচাষি বাবা ও গৃহিণী মা। তাদের স্বপ্নের এখন কি হবে! বছরের পর বছর অভাবের সংসার থেকে ছেলেকে পড়ার খরচ যোগান দিয়েছেন তারা। হয়তো ভেবেছিলেন ছেলে পড়াশোনা শেষ করে পরিবারের দায়িত্ব নেবে। তখন তাদের এই কষ্টের দিন আর থাকবে না।

রেজাউল ইসলাম জালালাইন বিভাগে পড়তেন। ২ বছর পর  শিক্ষা জীবন শেষ করে কর্মজীবনে প্রবেশ করতেন রেজাউল। বাবা-মার দুঃখ কমানোর নানা প্রতিশ্রুতিও হয়তো তিনি দিয়েছিলেন। কিন্তু তাকে হত্যা করল এই সহিংস রাজনীতি। যেটার সঙ্গে ছিল না তাঁর বা তাঁর বর্গাচাষি বাবার কোনো সম্পৃক্ততা। কে ক্ষমতায় যাবে বা গেলেই তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে এমন চিন্তাও কখনো হয়তো ছিল না তাদের। যে দলই ক্ষমতায় যাক আব্দুস সাত্তারকে চাষাবাদ করেই খেতে হবে। অবস্থা হয়েছে এমন, রাজায় রাজায় যুদ্ধ হয় উলুখাগড়ার প্রাণ যায়। যে রাজনীতির সাতেও ছিলেন না, পাঁচেও ছিলেন না তিনি প্রাণ হারালেন।

ছেলের মৃত্যুর খবরে দিশেহারা বাবা বলেন, ‘ও তো কোনো দল করত না, তাইলে কেন অরে মারল। কত কষ্ট কইরা লেহাপড়া (লেখাপড়া) করাইতাছি। শুক্রবার সকালেও মোবাইলে কথা হইল। পুলাডা ডেঙ্গু পরীক্ষা করবো বইলা তিন হাজার টাকাও চাইছে। জুম্মার দিন বাজারের দোকান বন্ধ আছিলো বইলা পাঠাবার পাই নাই। পরদিন সকালে তো শুনি বাপ আমার নাই। আমার বাপের কী দোষ?’ এ ঘটনায় রেজাউলের বড়বোন ফারহানা আফরিন সুমি বাদি হয়ে পল্টন থানায় মামলা দায়ের করেছেন। মামলার তিন দিন পার হলেও এ ঘটনায় এখনও গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। তাকে কারা মারল, কেন মারল তা এখনও অজানা।

বাবার এমন আকুতি হয়তো হত্যাকারীদের মনে কোনো অনুভূতি জাগাবে না। কিন্তু তিনি এই হত্যার ন্যায় বিচার চেয়েছেন প্রধানমন্ত্রীর কাছে। তিনি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়ে বলেন, ‘আমার পুলারে যারা মারছে আপনে তাদের সঠিক বিচার করবেন।’ হয়ত প্রধানমন্ত্রীর কাছে একজন সন্তান হারা বাবার আকুতি পৌঁছাবে। হয়তো ন্যায় পাবে এই বাবা।

সোমবার নিজ বাড়িতে দাফন করা হয় রেজাউলকে। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে তাঁর পরিবারের সঙ্গে এখনো সরকার বা আওয়ামী লীগের কেউ দেখা করেনি, খোঁজ নেয়নি বলে জানা যায়। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আজকের পত্রিকার নালিতাবাড়ি প্রতিনিধি অভিজিৎ সাহা রেজাউলের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। তাঁর চাচা আজাহারুল ইসলাম বলেন, ‘এলাকার চেয়ারম্যান ও মেম্বার ছাড়া কেউ খোঁজ নেননি। আওয়ামী লীগ বা প্রশাসনের কেউ এখনো আসেনি এমনকি যোগাযোগও করেনি। মানুষ একটু খোঁজ খবরও তো নেয়। কিন্তু এত বড় ঘটনায় কেউ আসলো না।’

লেখকঃ সহসম্পাদক আজকের পত্রিকা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সাতগাছিয়া দরবার শরীফের শাহজাদা মোস্তাক বিল্লাহ সুলতানপুরী আর নেই

বিজ্ঞপ্তি– চট্টগ্রামের পটিয়া হাইদগাঁওয়ের মুজিবনগর সাতগাছিয়া দরবার শরীফের শাহজাদা পীরে তরিকত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাওলানা আবু মুহাম্মদ মোস্তাক বিল্লাহ সুলতানপুরী (৭২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ৩টা ৪৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও চার কন্যাসহ অসংখ্য মুরিদান এবং ভক্ত রেখে

জিয়া পরিবারের আদর্শ ধরে রাখতে জীবন দিতেও পিছু হটবো না: এস এম জাহাঙ্গীর

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্ব টিকিয়ে রাখতে

চট্টগ্রামে ঝটিকা মিছিলের নেপথ্যে কুতুবদিয়ার সিকদার পরিবার—রাহাত সিকদারের নাম ঘুরছে আলোচনায়

জামাল উদ্দিন,কতুবদিয়া(চট্টগ্রাম) – ঢাকা থেকে চট্টগ্রাম—বড় শহরের ব্যস্ত সড়কে আবারও সক্রিয় হয়ে উঠেছে নিষিদ্ধ ঘোষিত

নারী শিক্ষিত ও অভিজ্ঞ হলে সমাজ উন্নয়নের উচ্চ শিখরে উঠবে –অভিনেত্রী দিলারা জামান

১৩ সেপ্টেম্বর’২৫ শনিবার বিকেলে রাজধানীর উত্তরার লা বাম্বা রেস্টুরেন্ট অডিটোরিয়ামে নারী উদ্যোক্তাদের সংগঠন “নয়লি গ্রুপ”

ধরাছোঁয়ার বাহিরে কোতোয়ালি থানা ছাত্রলীগের সহ সভাপতি মুন্না,কর্মতৎপর নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে”

বিশেষ প্রতিনিধি,চট্টগ্রাম -বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে তৎকালীন আওয়ামী সরকারের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১১:৪৬ পূর্বাহ্ণ
  • বিকাল ১৫:৩৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:১৮ অপরাহ্ণ
  • রাত ১৮:৩৪ অপরাহ্ণ
  • ভোর ৬:১০ পূর্বাহ্ণ