গতকাল ২০২৩সালের এসএসসি ও দাখিল সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। পরীক্ষায় পাসের হার ৮০.৩৯ শতাংশ। শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার আওতাধীন থানা সমূহের আয়োজনে এসএসসি ও দাখিল সমমান উত্তীর্ণ পরীক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা প্রদান করা হয়
উক্ত অনুষ্ঠানে প্রত্যেক থানার সভাপতিগনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদকদের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
শাখা সমূহে সফর করেন জেলা শাখা সভাপতি আবু রায়হান সহ -সভাপতি মুহাম্মাদ ফরহাদ মোল্লা সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম প্রশিক্ষণ সম্পাদক মোঃ রাজীব গাজী দাওয়া সম্পাদক শরিফুল ইসলাম।
অনুষ্ঠানের উপস্থিত ছিলেন মোহাম্মদ হাবিবুল্লাহ, শেখ মুহিবুল্লাহ হাওলাদার, নাঈম গোলদার, আজিজুল হাকিম, আব্দুল আলিম, মাসুম বিল্লাহ, সেখ খালিদ হাসান, আব্দুর রহমান লালচান, শাহরিয়ার নয়ন, আব্দুর রহমান, আব্দুল্লাহ প্রমুখ নেতৃবৃন্দ।