মুহাম্মাদ ফরহাদ মোল্লা, খুলনা প্রতিনিধি: শুক্রবার ২১ জুলাই বিকাল ৪টায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রুপসা উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ সেলিম সরদার সভাপতিত্বে ও সেক্রেটারি মাওঃ তাওহিদুল ইসলাম মামুনের পরিচালনায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
মোটর শোভাযাত্রা শুরু হয় সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকে সেনের বাজার রাজাপুর বাজার জেবিএম নন্দনপুর আলাইপুর হয়ে কাজদিয়ার দিয়ে রুপসা বাজারে শেষ হয়।
মটর শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মাওঃ আব্দুস সাত্তার হালদার, মাওঃহারুন অর রশিদ, আশরাফুল ইসলাম বিশ্বাস, আখতারুজ্জামান আক্তার, রমজান মল্লিক লিটন, মাসুদ রানা বিশ্বাস, ফয়সাল মল্লিক, ফেরদাউস মল্লিক, আব্দুস সালাম, মৌলভী আসলাম শেখ,আলমগীর সরদার, ছাত্রনেতা মুহাম্মাদ ফরহাদ মোল্লা,হাবিবুল্লাহ, নাসরুল্লাহ, শরিফুল, কাবির, রাতুল, শাকিব, প্রমুখ নেতৃবৃন্দ