আজ শুক্রবার (১৪ জুলাই) বাদ জুমা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মাদ আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকি’র সঞ্চালনায় কেন্দ্রীয় কর্মপরিষদের নিয়মিত মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতির বক্তব্যে আতিকুর রহমান মুজাহিদ বলেন, দেশ এখন চতুর্মুখী সংকটে নিমজ্জিত। সময় যত গড়াচ্ছে সংকট তত ঘনিভূত হচ্ছে। দ্রব্যমূল্যের বেসামাল উর্দ্ধগতি, বিদ্যুৎ সংকট এবং জন-নিরাপত্তাহীনতার পেছনে সকল দায় এই বিনাভোটের সরকারের। জনতার অধিকার ফিরিয়ে আনতে এই সরকারের পতনের বিকল্প নাই। কারণ, অবৈধ সরকার-ই এখন দেশের প্রধান সংকট। আওয়ামী দুঃসাশন থেকে দেশকে বাঁচাতে গণ আন্দোলনের বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। এসময় তিনি আগামীকাল শনিবার ১৫জুলাই ইসলামী আন্দোলন বাংলাদেশ আহুত সমাবেশ সফল করার আহ্বান জানান।
আতিকুর রহমান মুজাহিদ তার বক্তব্যে আরও বলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর সকল নেতা কর্মীদেরকে প্রয়োজনে প্রোডাক্টিভ হতে হবে। দেশ ও দশের প্রয়োজনে যেকোনো ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকতে হবে। এই দেশ আমাদের। এর স্বাধীনতা-স্বার্বভৌমত্ব আমাদেরকেই রক্ষা করতে হবে।
এছাড়াও বৈঠকে দফতর ভিত্তিক মাসিক প্রতিবেদন পর্যালোচনা, চলমান কর্মসূচিগুলোর তদারকি, পরবর্তী কর্মসূচি নির্ধারন ও আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে বিশেষ পরিকল্পনা গ্রহন করা হয়।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর জয়েন্ট সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার শেখ মুহাম্মদ মারুফ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুফতী রহমাতুল্লাহ বিন হাবিব, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইলিয়াস হাসান, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন, সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাওলানা মোরশেদুল আলম, সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মুফতী আহমদ আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) প্রভাষক মাওলানা মুহাম্মাদ আল আমীন, সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী, সাংগঠনিক সম্পাদক (মোমেনশাহী বিভাগ) মুফতী জোবায়ের আহমদ, সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মাওলানা আবদুজ্জাহের আরেফী, সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) মাওলানা এস এম আজিজুল হক, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মুফতী হোসাইন মোহাম্মদ কাওছার বাঙ্গালী, প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ মাহবুব আলম, অর্থ সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মুফতী আবু বকর সিদ্দীক, দফতর সম্পাদক এম এ হাসিব গোলদার, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক আ হ ম আলাউদ্দিন, শিল্প ও বানিজ্য সম্পাদক প্রকৌশলী এহতেশামুল হক পাঠান, যুব উন্নয়ন ও কর্মসংস্থান সম্পাদক মাওলানা মুহাম্মাদ ইউনুস তালুকদার, আইন সম্পাদক অ্যাডভোকেট বায়েজিদ হোসাইন, আন্তর্জাতিক সম্পাদক প্রফেসর ইমতিয়াজ আহমদ, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার তৌফিক ইমাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা সম্পাদক ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম ইমরান, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ডা. মিজানুর রহমান, সংখ্যালঘু ও নৃ-গোষ্ঠী কল্যাণ সম্পাদক মুফতী মোস্তাফিজুর রহমান, উপ-সম্পাদক মাওলানা আবুল হাসান রায়হান, মুফতি শেখ আমিরুল ইসলাম, মুহাম্মদ মনিরুল ইসলাম প্রমুখ।