শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: খুলনা মহানগরীর রায়েরমহল আন্দিরঘাট ব্রিজ এলাকার কাঁশবন থেকে উদ্ধার হওয়েছে আঁখি আক্তার (২৭) নামে এক তরুণীর লাশ। আজ মঙ্গলবার (৪ জুলাই) দুপুর ১টার দিকে নগরীর রায়েরমহল আন্দিরঘাট ব্রিজ এলাকার কাঁশবন
থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তাকে পাশবিক নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। নিহত তরুণী বগুড়া সদরের চক ফরিদ গ্রামের ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। নগরীর হরিণটানা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রঞ্জন
কুমার গাইন জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে স্থানীয়রা রায়েরমহল আন্দিরঘাট ব্রিজ এলাকার কাঁশবনে এক তরুণীর লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরাতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে
প্রেরণ করা হয়। তিনি বলেন, নিহত তরুণীর শরীরে আঘাতের চিহ্ন নেই। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে পাশবিক নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিক অবস্থায় নিহত তরুণীর পরিচয় জানা সম্ভব হয়নি। পরে পুলিশ ব্যুরো
অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মাধ্যমে নিহতের আঙ্গুলের ছাপ পরীক্ষা করে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান। এদিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-কমিশনার দক্ষিণ মো. তাজুল ইসলাম বলেন, ওই তরুণী কীভাবে সেখানে আসলেন এবং এ হত্যাকান্ডের ঘটনায় কে বা কা কারা জড়িত তা উদঘাটনের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।