মোকলেছুর রহমান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের আওতাধীন উলিপুর থানার নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রর একটি চৌকস টিম উলিপুর থানাধীন বেগমগঞ্জের আককেল মাহমুদ হারানগাটু এলাকা থেকে উলিপুর মশালের চরের কুখ্যাত মাদক কারবারি মোঃ সরবেশ মন্ডল কে ৪০০ পিচ ইয়াবা সহ হাতে-নাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন,
কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।