নাদের চৌধুরী,ফেনী প্রতিনিধি: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা বিভাগের চেয়ারম্যান প্রফেসর মোঃ জামাল নাসের ও ইন্সপেক্টর অফ স্কুল প্রফেসর মোঃ আজহারুল ইসলাম এর আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ফেনী হোপ ইন্টারন্যাশনাল স্কুল।
২৮ মে রবিবার শহরের পাঠানবাড়ি রোডস্থ হোপ ইন্টারন্যাশনাল স্কুল অডিটোরিয়ামে স্কুলের প্রিন্সিপাল জনাব আলমগীর কবির এর সভাপতিত্বে ও মিস সীমা আক্তারের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর জামান নাসের তার বক্তব্যে বলেন, দেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে, জানতে হলে পড়তে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বোর্ডের কর্মকর্তা, শিক্ষকবৃন্দ ও সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
অনুষ্ঠান শেষে অতিথিদের উপস্থিতিতে স্কুলের বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হয়।