নিজস্ব প্রতিনিধি, ইমান হোসাইন জহির: আজ সোমবার ১লা মে, সকাল ৯টায়, ঢাকার আশুলিয়াস্থ ফ্যান্টাসি কিংডম এর সামনে থেকে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের উদ্যোগে ১লা মে বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ ও র্যালী পালন করেছেন।
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের সভাপতি মাওলানা আব্দুর রশিদ সাভারীর সভাপতিত্বে এবং সেক্রেটারী মোঃ সাবের হোসেন এর পরিচালনায় র্যালীর পূর্বে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, কেন্দ্রীয় দোকান ও প্রতিষ্ঠান শ্রমিক বিষয়ক সম্পাদক- আলহাজ্ব মোঃ শাহাদাত হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের সভাপতি- আলহাজ্ব মোঃ ফারুক খান।
প্রধান অতিথি কেন্দ্রীয় দোকান ও প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক- আলহাজ্ব মোঃ শাহাদাত হোসাইন বলেন, শ্রমিকদের বিষয়ে মহানবি (স) নিজেই বলে গেছেন, তুমি যা খাবে তোমার ভাইকে তাই খাওয়াবে, তুমি যা পরিদান করবে, তোমার ভাইকে তাই পরিদান করাবে।
শুধু তাই নয় রাসূল (স) বলে গেছেন, শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই, তাঁর মজুরি দিয়ে দাও।
এতে আমরা বূঝতে পারি ইসলাম ব্যাতিত শ্রমিকদের ন্যায্য অধিকার কেউ দিতে পারবেনা।
তাই আসুন দেশে শ্রমিক সহ সর্বস্তরের মানুষের অধিকার ফিরিয়ে আনতে পীর সাহেব চরমোনাই এর নেতৃত্বে ইসলামী হুকুমত কায়েমের জন্য ঐক্যবদ্ধ হই।
তিনি আরো বলেন, শুধু বাংলাদেশ নয়, বিশ্বের যে কোনো দেশে আর্থিক ক্ষেত্র থেকে শুরু করে সকল স্তর সাজানোর জন্য শ্রমিকদের ভূমিকা অতুলনীয়।
তাই পীর সাহেব চরমোনাই এর নেতৃত্বে আমরা শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে সু-সজ্জিত করবো ইনশাআল্লাহ।
শ্রমিক সমাবেশ ও র্যালীতে বক্তব্য রাখেন,
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের সেক্রেটারী- টিএম মাহফুজ হোসাইন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক-মুহা.ইমান হোসাইন জহির।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের সভাপতি- মূফতী লিয়াকত হোসাইন জিহাদী।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের সেক্রেটারী- মুহা.শোয়াইব আহমাদ।
এছাড়াও আরো বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ এর সহযোগী সকল সংগঠন এর ঢাকা জেলা উত্তর এবং স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে নেতৃবৃন্দ ফ্যান্টাসি কিংডম থেকে র্যালী শুরু করে ইউনিক বাস স্ট্যানস্থ সাংগঠনিক অফিসের সামনে গিয়ে র্যালী শেষে প্রধান অতিথির মোনাজাতের মাধ্যমে প্রোগ্রাম সমাপ্ত করেন।
এস.আই/