আল আমিন ভোলা জেলা প্রতিনিধি : ভোলা শহরের ওয়েস্টার্ন পাড়ায় সাগর বেকারী সংলগ্ন একটি তুলার গুদাম সহ ৩ টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আগুন নেভাতে এসে প্রচণ্ড ধোঁয়ায় অসুস্থ হয়ে ইব্রাহিম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার রাত সাড়ে ১০ টার দিকে ওই এলাকার আলী হোসেন নামে এক ব্যবসায়ীর তুলার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তেই আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে তুলার গুদামসহ ৩টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার মো.সুমন জানান,খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট ঘটনা স্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করে।ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরো জানান,আগুন লাগার খবর শুনে একজন হার্ট করে মারা গেছেন।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান এখনো বলা সম্ভব হচ্ছে না।তদন্ত কমিটি গঠন করলে, তখন হয়তো ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে।
ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন সরকার বলেন, খবর পেয়ে পুলিশ টিম কয়েকটি টিম ঘটনাস্থলে এসেছে। আগুনের ভয়াবহতা এতই বেশি ছিল যে, কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনো নিশ্চিত করা যায়নি। পরবর্তীতে তদন্তের মাধ্যমে ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।






