রবিউল ইসলাম রেজা, ক্যাম্পাস প্রতিনিধি: ১৪৯ বছরের ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে স্বাধীনতা দিবস পালিত হয়।
দিনটিকে ঘিরে কলেজ প্রশাসন নানা কর্মসূচির আয়োজন করেছেন অনেক আগে থেকেই। কর্মসূচিতে ছিল নানা ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজন, কলেজের ছাত্র-শিক্ষকদের প্রীতি ফুটবল টুনামেন্ট, উপস্থিত বক্তৃতা, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি সহ লোক- সংগীত, নজরুল সংগীত, ইত্যাদি, এসব প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের বিভিন্ন ক্যাটাগরির পুরস্কার বইসহ সার্টিফিকেট প্রদান করা হয়।
কলেজ অডিটোরিয়ামে ২৬ শে মার্চ সকাল ১২টায় পুরস্কার বিতরণীয় আলোচনা সভার আয়োজন করেন কলেজ প্রশাসন। এতে বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করা হয় এবং স্বাধীনতা দিবসে ছাত্রদের ভূমিকা শীর্ষক বিশেষ আলোচনার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ অধ্যাপক আমেনা বেগম শিক্ষক পরিষদের সভাপতি সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকমন্ডলী। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ছাত্র সংগঠনের ছাত্র নেতৃবৃন্দ।
এস.আই/