চলতি বছরে হজ্বের খরচ কিছুটা কমবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
তিনি বলেন, হজ্ব প্যাকেজে খরচ কমাতে আমরা সৌদি সরকারকে অনুরোধ করেছি, বুধবার সরকারের পক্ষ থেকে এবিষয়ে একটি ঘোষণা দেওয়া হবে। চলতি বছরে হজ্বের খরচ কিছুটা কমবে।
মঙ্গলবার দুপুরে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তধর্মীয় সংলাপ অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, চলতি বছর সৌদি সরকার কিছু সুযোগসুবিধা বৃদ্ধি করায়- হজ্বযাত্রীদের খরচ আগের বছরের চেয়ে মাথাপিছু এক লাখ টাকা করে বেড়েছে। ফলে এবার বেশি খরচ হচ্ছে।
গত ১ ফেব্রুয়ারি সরকার হজ্বযাত্রী প্রতি খরচ ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করে, যা আগের বছরের চেয়ে প্রায় ১ লাখ ৬১ হাজার টাকা বেশি। এরমধ্যে হজ্বযাত্রীদের বিমানভাড়াই ধরা হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা।
প্রতিবেশী দেশগুলোর চেয়ে যা অনেক উচ্চ হওয়ায় সরকারের এ সিদ্ধান্তে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।
এই অবস্থায় গত ১৪ মার্চ হাইকোর্ট প্রশ্ন তোলেন, সরকারের বেধে দেওয়া এই উচ্চ হজ্ব খরচ দিয়ে কীভাবে সাধারণ মানুষ হজ পালন করবে?
প্রায় ৭ লাখ টাকার হজ্ব প্যাকেজকে অমানবিক বলে মন্তব্য করেন হাইকোর্ট।
এস.আই/