আজ মঙ্গলবার ২১ মার্চ বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘাটাইল উপজেলা শাখার উদ্যোগে ” রমজানে দ্রব্যমূল্যের স্থিতিশীলতার দাবি ও মাহে রমজান এর পবিত্রতা রক্ষার্থে ” রমজানের স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি ঘাটাইল উপজেলা গেইট চত্বর থেকে হাসপাতাল মোড় হয়ে কলেজ মোড় চত্ত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সম্মানিত সদস্য ঘাটাইল এর মাটি ও মানুষের নেতা আলহাজ্ব হাফেজ মাওলানা রেজাউল করীম, প্রধান অতিথি তার বক্তব্যে বলেন – পবিত্র মাহে রমজান এর পবিত্রতা রক্ষা করতে হবে এবং সকল প্রকার অশ্লি*লতা বন্ধে প্রশাসনের ভূমিকা রাখতে হবে, রমজানে অসাধু ব্যবসায়ীদের বাজার সিন্ডিকেট বন্ধে সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সাহরি, ইফতার ও তারাবিহ্’র সময় অযাচিত বিদুৎ বিভ্রাট হলে প্রয়োজনে ঘাটাইলের জনগণকে সাথে নিয়ে বিদ্যুৎ অফিস ঘেরাও করা হবে, এসময় তিনি ঘাটাইল মিডিয়ার স্বত্বাধিকারী ও সংবাদ কর্মী আশিকের উপর সন্ত্রা*সী হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রা*সীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানান, তিনি আরো বলেন সংবাদ কর্মীর উপর সন্ত্রা*সী হামলা বাকস্বাধীনতার জন্য অশনি সংকেত।
ঘাটাইল উপজেলা সভাপতি, হাজী আবুল কাসেম এর সভাপতিত্বে ও সেক্রেটারি মুফতি সাইফুল ইসলাম এর সঞ্চালনায়
আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, টাঙ্গাইল জেলা শাখার সদ্য সাবেক সভাপতি ফয়সাল আহমাদ, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ফরহাদ হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঘাটাইল থানা পূর্ব শাখার সভাপতি মুহাম্মদ হাফিজুর রহমান, পশ্চিম শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ তানভীর সহ প্রমূখ নেতৃবৃন্দ।
এস.আই/