মোকলেছুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের আওতাধীন উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নে বিভিন্ন রাজনৈতিক দল থেকে দুই শতাধিক নেতাকর্মী গতকাল রোববার রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা,সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আক্কাস আলী সরকার
এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ পান্ডুল ইউনিয়ন নেতৃবৃন্দ।
যোগদান শেষে সকলের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন ডাঃ আক্কাস আলী সরকার।
যোগদানকৃত কয়েকজন নেতা কর্মী বলেন, এতদিন আমরা ভূল পথে ছিলাম, বর্তমান সরকার আমাদের ভোটের অধিকার হরণ করেছে, দেশের জনগণের সাথে জুলুম করতেছে, তাই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টি থেকে আজ আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করলাম ডাঃ আক্কাস আলী সরকারের হাতে হাত রেখে এবং ভবিষ্যতেও আমরা জান মাল কুরবান করে এই দলের সাথেই থাকবো ইনশাআল্লাহ।
এস.আই/