রেজাউল করিম, ক্যাম্পাস প্রতিনিধি: ২০২৩ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন ছাত্র ও ২০২২ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ চরমোনাই কামিল মাদরাসার যে সকল শিক্ষার্থী মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত হয়েছে সে সকল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমোনাই আলিয়া শাখা।
বৃহস্পতিবার (৯ মার্চ) বিকাল ৩টায় মাদরাসা অডিটোরিয়ামে সংগঠনের সভাপতি মুহাম্মাদ শাহজালাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবিদ হাসান এর সঞ্চালনায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চরমোনাই আহসানাবাদ রশীদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সৎ, দক্ষ, আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য মেধাবীদের মূল্যায়নের বিকল্প নেয়। যে জাতি মেধাবীদের মূল্যায়ন করতে পারে না, সে জাতি কখনো সামনে অগ্রসর হতে পারে না। মেধাবীরাই জাতির প্রেরণার উৎস। বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর অতিবাহিত হলেও এখনো আমরা রাজনৈতিক হানাহানিতে লিপ্ত। গড়ে ওঠেনি জাতীয় ঐক্য। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে, আমাদের দেশে প্রাকৃতিক সম্পদে ভরপুর হওয়ার পরও আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারছি না। ১৭ কোটি মানুষকে নেতৃত্ব দেয়ার মত সৎ ও যোগ্য নেতার আজো বড় অভাব। নেতৃত্বের এই সঙ্কট পূরণে মেধাবীদের সাথে নিয়ে ছাত্র আন্দোলনকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন বাংলাদেশে অনেক সমস্যা থাকলেও আমি নিশ্চিত ভাবে বিশ্বাস করি আমাদের দেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবেই। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যেভাবে ছাত্রদের সততা, নৈতিকতা ও যোগ্যতার বিকাশে সহযোগিতা করছে তা সত্যিই আমাদেরকে আশার আলো দেখায়।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদেরকে প্রধান মেহমান মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন।
উল্লেখ্য চরমোনাই কামিল মাদরাসায় ২০২২ সালের আলিম পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত হয়েছেন ২৪ জন এবং দাখিল পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত হয়েছেন ৫৪ জন।
এস.আই/