ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের শিক্ষামন্ত্রী নাদা মুহাম্মাদ নাদিম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বৃত্তিমূলক শিক্ষার পাশাপাশি নতুন প্রজন্মকে ধর্মীয় শিক্ষা প্রদানেরও নির্দেশ দিয়েছেন। যাতে তারা ইসলামী বিশ্বাসে উজ্জীবিত হয়ে গর্ব ও সততার সাথে জনগণ ও দেশের সেবা করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়।
গতকাল রবিবার (২৬ ফেব্রুয়ারি) ভাষা, সাহিত্য, সাংবাদিকতা ও সামাজিক বিজ্ঞান বিভাগের পাঠ্যক্রম উন্নয়নের জন্য আয়োজিত একটি অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আফগান শিক্ষামন্ত্রী বলেন, “ধর্মীয় শিক্ষা গ্রহণ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমের একটি প্রধান উপাদান হওয়া উচিত।”
তিনি আরো বলেন, তালেবান পরিচালিত প্রশাসনের শিক্ষা পাঠ্যক্রম এমনভাবে তৈরি করা হয়েছে যা জনগণের চাহিদা পূরণ করতে সক্ষম।
তিনি বলেন, তালেবান শাসন অন্য যেকোনো বিষয়ের চেয়ে ধর্মীয় শিক্ষাকে সমর্থন করার উপর বেশি নজর দেয়।
উল্লেখ্য, গত এক বছর ধরে আফগানিস্তান জুড়ে ষষ্ঠ শ্রেণির উপরে মেয়েদের জন্য স্কুল বন্ধ করা হয়েছে। তবে এর পরিবর্তে সারা দেশে মাদ্রাসা প্রতিষ্ঠার উপর জোর দেওয়া হয়েছে।
সূত্র: কেপি