মোঃ মাহমুদ, মনোহরদী উপজেলা প্রতিনিধি:
হরিনারায়ণপুর জামেউল উলুম ফাজিল মাদরাসার আলিম ১ম বর্ষের ছাত্র-ছাত্রীদের নবীব বরণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ মহি উদ্দিন, সাবেক অধ্যক্ষ, হরিনারায়ণপুর জামেউল উলুম ফাজিল মাদরাসা।
সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা শিব্বির আহমদ আকন্দ, অধ্যক্ষ হরিনারায়ণপুর জামেউল উলুম ফাজিল মাদরাসা।
আরো বক্তব্য রাখেন, অত্র প্রতিষ্ঠানের আরবি প্রভাষক মাওলানা মোতালিব হোসেন বরকতী। বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হায়াত উল্লাহ। রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এস.এম সাইদুজ্জামানসহ প্রমুখ।
অধ্যক্ষ মাওলানা শিব্বির আহমদ আকন্দ বলেন, চরিত্র গঠন ও জ্ঞান অর্জনের মাধ্যমে জাতির কল্যাণ নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠান শেষে ছাত্র ছাত্রীদের কে ফুল দিয়ে বরণ করে অনুষ্ঠান সমাপ্ত হয়।
আর.আই/