আহাদ আবদুল্লাহ, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
আইন ও বিজনেস অনুষদ বিভাগ ছাত্রলীগের কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
গত ২৪ ও ২৫ শে জানুয়ারি বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শুভ্র দেব গুহ ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাতুল স্বাক্ষরিত ছাত্রলীগের ভিন্ন ভিন্ন দুই প্যাডে এ কমিটির অনুমোদন দেয়।
এতে আল-আমিন হোসেনকে সভাপতি ও ওমর ফারুক মোহাম্মদকে সাধারণ সম্পাদক করে ৬ সদস্য বিশিষ্ট কমিটিরঅনুমোদন দেন এবং সাব্বির হোসেনকে সভাপতি ও আকন্দকে সাধারণ সম্পাদক করে পাচ সদস্য বিশিষ্ট করে ব্যবসায় প্রশাসন বিভাগের কমিটি অনুমোদন দেন।
এক সাক্ষাৎকারে নেতৃবৃন্দ বলেন, “স্বাধীনতা বিরোধী সকল অপশক্তি মোকাবেলা করে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখবে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
আর.আই/