আল আমীন, ভোলা জেলা প্রতিনিধি:
ভোলা সরকারি কলেজের নবীন শিক্ষার্থীদের আনন্দঘন পরিবেশে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন শিক্ষক ও বিশিষ্টজনরা।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। এই অনুষ্ঠান উপলক্ষে সাজানো হয় পুরো কলেজের ছায়াবীথি প্রাঙ্গন।
অনুষ্ঠানটি অধ্যক্ষ প্রফেসর মোঃ গোলাম জাকারিয়া’র সভাপতিত্বে ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সরকারী অধ্যাপক এ.বি.এম মজিবুর রহমানে’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঈনুল হোসেন বিপ্লব, যুগ্ম-সম্পাদক এনামুল হক আরজু, ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম গোলদার ও ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি রাইহান আহমেদ।
এসময় আরও উপস্থিত ছিলেন, ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ, বর্তমান অধ্যক্ষ মোঃ ইসরাফীল, ও উপাধ্যক্ষ এটিএম রেজাউল করিম।ভোলা কলেজের উপাধ্যক্ষ মোঃ এনায়েত উল্যাহসহ ভোলা সরকারি কলেজ এর বিভাগীয় অধ্যাপক ও প্রভাষকগণ।
প্রধান অতিথি তার বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভোলা সরকারি কলেজ এ জেলার ঐতিহ্যবাহী একটি বিদ্যাপীঠ, এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে। তিনি বলেন, তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশ গঠনের স্বপ্ন দেখি।
এছাড়াও বিশেষ অতিথির বক্তব্যে ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি রাইহান আহমেদ উপস্থিত কতৃপক্ষের নিকট পুনরায় ছাত্র সংসদ নির্বাচন পদ্ধতি চালু করার দাবি জানান ।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।