টঙ্গীর তুরাগ নদীর তীরে আজ থেকে শুরু হয়েছে মুসলিম জাহানের দ্বিতীয় বৃহৎ জমায়েত বিশ্ব ইজতেমা। আজ জুম’আ বার থাকায় বিশ্ব ইজতেমার মাঠে জু’আর জামাতে লাখো মুসল্লির ঢল নেমেছে। ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজে অংশ নিয়ে সমাবেতভাবে অশ্রসিক্ত নয়নে আল্লাহর কাছে প্রার্থনা জানান। এসময় মুসল্লিদের চাপে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
শুক্রবার (১৩ জানুয়ারি) বাদ ফজর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার এ পর্ব।
জানা গেছে, দুপুর ১টা ৪৫ মিনিটে জুমার জামাত শুরু হয়। নামাজের ইমামতি করেন বাংলাদেশের মাওলানা জোবায়ের।