সৈয়ব আহমেদ সিয়াম, চবি প্রতিনিধি :
কুয়াশায় ভোর অন্ধকার হয়ে আসে। শীতের মাঝে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকতে খুব মন চায়। কিন্তু, যাদের শীতবস্ত্র নাই, তারা কেমন আছে? মানুষ তো মানুষেরই জন্য। সবার জন্য ভাবি বলেই আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব।
নওগাঁ ব্লাড সার্কেল নামে একটি সামাজিক সংগঠন শনিবার ৭ জানুয়ারি নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নের জয়সাড়া খনজোর উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা ও চিকিৎসা সেবার আয়োজন করে।
উক্ত অনুষ্ঠানে ৫০ জন বাছাইকৃত শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় এবং ৪০ জনকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়াও ১১৫ জন গ্রামবাসীর বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয় এবং রক্তদানে উৎসাহিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাইয়ের পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খবিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচুপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মুকুল হোসেন এবং নওগাঁ ব্লাড সার্কেলের সহ প্রতিষ্ঠাতা সাব্বির আহমেদ ইমন। উপস্থিত ছিলেন নওগাঁ ব্লাড সার্কেল আত্রাই শাখা সভাপতি মোঃ আশাদুল্লাহ আল গালিব, আত্রাই শাখার সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন ও সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব।
এছাড়াও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ নাহিদ হাসান, শাহনেওয়াজ রক্সি, জোবায়ের আহম্মেদ রিফাত, নাজমুল হাসান, আলামিন, দ্বীপ কুমার সাহা, সাকিব, হাইউল, আশরাফুল ইসলাম, আশিকুর রহমান, মাহফুজ হোসেন মিরান ও আমিনুর জাহিদ।
নওগাঁ ব্লাড সার্কেল, আত্রাই শাখার সভাপতি তার সামাজিক সংগঠনের পক্ষ থেকে সর্বদা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।
এন.এইচ/