নিজস্ব প্রতিবেদক:
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা উদ্বোধনকালে মঞ্চ ভেঙে পড়ার ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন। শুক্রবার ৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ ঘটনা ঘটে।
বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা উদ্বোধনকালে অপরাজেয় বাংলার পাদদেশে আকস্মিক মঞ্চ ভেংগে সকল নেতৃবৃন্দ পড়ে যান। এসময় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে তিনি বাসায় অবস্থান করছেন। দূর্ঘটনায় তার একটি পা ভেঙে যায়।
শোভাযাত্রা উদ্বোধন পূর্বক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়াও ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এন.এইচ/