রবিউল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে লাকসাম আইএবি মিলনায়তনে শাখা সভাপতি শাহাদাত হোসেন-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাহুদ্দীন শিহাব-এর সঞ্চালনায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার ২০২৩ সেশনের নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব সেলিম মাহমুদ, প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাব্বির আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা আহমাদুল্লাহ খালেদ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিন শাখার সভাপতি মোঃ নেসার উদ্দিন, বাংলাদেশ মুজাহিদ কমিটি কুমিল্লা জেলা দক্ষিণের সদর আলহাজ্ব শহিদুল্লাহ ভূঁইয়া, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সভাপতি এসএম মনির হোসেন এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক সভাপতি মুহাম্মদ আবু জাফর সালেহ।
উক্ত অনুষ্ঠানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার ২০২৩ সেশনের ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, নবগঠিত কমিটির উর্দ্ধতন তিনজন তথা সভাপতি হিসেবে শাহাদাত হোসেন, সহ-সভাপতি হিসেবে রশীদ আহমাদ রায়হান এবং সাধারণ সম্পাদক হিসেবে সালাহুদ্দীন শিহাব-এর নাম গত ১৬ ডিসেম্বর ২২ জেলা সম্মেলনে মুহতারাম কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ইউসুফ আহমাদ মানসুর ঘোষণা করেন। শপথ অনুষ্ঠানে বাকি দায়িত্বশীলদের নাম ঘোষণা করেন জেলা সভাপতি শাহাদাত হোসেন।
জেলা কমিটি
সভাপতি শাহাদাত হোসেন, সহ সভাপতি রশীদ আহমাদ রায়হান, সাধারণ সম্পাদক সালাউদ্দিন শিহাব, সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী, প্রশিক্ষণ সম্পাদক, ফরহাদ হোসেন, দাওয়াহ সম্পাদক নূরে আলম, তথ্য- গবেষণা ও প্রচার সম্পাদক নুর ইসলাম, প্রকাশনা ও দফতর সম্পাদক এনায়েত উল্লাহ, অর্থ ও কল্যাণ সম্পাদক- আহমাদ উল্লাহ, বিশ্ববিদ্যালয় সম্পাদক মাহবুবুর রহমান, কওমি মাদরাসা সম্পাদক আবদুর রহমানআলিয়া মাদরাসা সম্পাদক হারুন অর রশিদ, স্কুল ও কলেজ সম্পাদক ইকবাল মাহমুদ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক- আলী আজগর, সদস্য নেছার আহমাদ।
আর.আই/