সাইফুল ইসলাম, টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের মোথাজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ৩নং বুথের গোপন কক্ষে জটলা দেখা যায়। এ সময় সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে বেরিয়ে আসেন নৌকা প্রতীকের পোলিং এজেন্ট রাসেল।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে ওই ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
উপস্থিত ভোটারদের অভিযোগ, পোলিং এজেন্ট রাসেল অনেক সময় ধরে ভোটারদের চাপ প্রয়োগ করছে। নিজে গোপন কক্ষে গিয়ে ভোটারদের ভয়ভীতি দেখিয়ে নৌকা প্রতীকে ভোট দিতে বাধ্য করছেন। সেখানে দায়িত্বপালনরত সহকারী প্রিসাইডিং অফিসার হুমায়ুন খালিদ তাকে নিষেধ করলে, প্রতিত্তোরে পোলিং এজেন্ট রাসেল ওই সহকারী প্রিসাইডিং অফিসারকে চুপ থাকতে বলেন, কোনো শব্দ করতে না করেন। নির্বাক হয়ে বসে পড়েন সহকারী প্রিসাইডিং অফিসার হুমায়ুন খালিদ।
এ বিষয়ে সহকারী প্রিসাইডিং অফিসার হুমায়ুন খালিদ বলেন, আমি বারবার তাকে নিষেধ করা সত্ত্বেও কথা শুনছে না। উল্টো আমাকে হুমকি দিচ্ছে।
এদিকে একই দৃশ্য দেখা গেছে ওই কেন্দ্রের ৬নং বুথেও। সেখানে ৩নং বুথের নৌকা প্রতীকের পোলিং এজেন্ট নজরুল ইসলাম একই কায়দায় গোপন কক্ষে গিয়ে নৌকা প্রতীকে ভোট নিচ্ছেন।
মোথাজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সরোয়রী আলম খান বলেন, আমি বিষয়টি দেখতেছি।
এস.আই/