রেজাউল করীম চরমোনাই মাদরাসা প্রতিনিধি-চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, আমরা পরিবর্তন হবো না পরিবর্তন ঘটাবো।
আজ বুধবার চরমোনাই মাদ্রাসা অডিটোরিয়ামে চরমোনাই কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী এর বড় সন্তান নিউজিল্যান্ড ম্যাচে বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন এবং সৌদি আরব প্রিন্স মোহাম্মদ বিন ফাহাদ বিশ্ববিদ্যালয় সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগ পাওয়ায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন বর্তমানের ছাত্রসমাজ আধুনিকতার ছোঁয়ায় আধুনিক হতে চলছে, তারা পাশ্চাত্য সভ্যতাকে লালন করতেছে, ছাত্র সমাজ আজকে বই ছেড়ে বিভিন্ন প্রকার অন্যায় কাজে জড়িত হচ্ছে পক্ষান্তরে সাহাবায়ে কেরাম সমাজের পরিবর্তনের কারণে নিজে পরিবর্তন হননি বরং ঘুনে ধরা সমাজকে পরিবর্তন করে শান্তি সুশৃংখল সমাজে পরিণত করেছেন।
তিনি আরো বলেন আজকে আমরা গর্বিত আনন্দিত আমাদের মাবরুক সৌদি আরবে প্রিন্স মুহাম্মদ বিন ফাহাদ বিশ্ববিদ্যালয়ে সরকারি অধ্যাপক হিসেবে নিয়োগ পেয়েছে । শায়খ ফজলুল করিম (রহ:) তার জন্য দোয়া করছেন সেই দুয়ারী ফসল হিসেবে আমরা আমাদের সামনে মাবরুককে ফুল হিসেবে পেয়েছি। অতএব ছাত্রদের প্রতি আহ্বান থাকবে তোমরাও সাহাবায়ে কেরামের নমুনায় ঘুনে দ্বারা সমাজের পরিবর্তন ঘটাবে কিন্তু পরিবর্তন হবে না।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম, আরো বক্তব্য রাখেন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা নুরুল হুদা ফয়েজী, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত নির্বাহী চেয়ারম্যান মাওলানা সৈয়দ ইসহাক মুহাম্মদ আবুল খায়ের, চরমোনাই কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস, চরমোনাই কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ আহমাদুল্লাহ,চরমোনাই কওমিয়া শাখার নাজেমে তালিমাত মাওলানা মোঃ আব্দুল কাদের, সিনিয়র মহাদ্দিস মাওলানা মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী।
আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ বরিশাল শাখার ব্রাঞ্চ ম্যানেজার জনাব নুরুজ্জামান, স্থানিয় সরকার বরিশাল এর পরিচালক জনাব মোঃ আহসান হাবিব। এছাড়া উপস্থিত ছিলেন চরমোনাই জামিয়ার ছাত্র ওস্তাদবৃন্দ অনুষ্ঠান শেষে প্রধান অতিথির দোয়া মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।