ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের জাতীয় ও আন্তর্জাতিক বেসরকারি সংস্থাগুলোতে নিযুক্ত মহিলা সদস্যদের পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কাজ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (২৪ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ বিষয়টি জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, যেসব প্রতিষ্ঠানকে লাইসেন্স প্রদান করা হয়েছে তারা এই আদেশ বাস্তবায়ন না করলে লাইসেন্স বাতিল করা হবে।
এর পূর্বে উচ্চশিক্ষা মন্ত্রণালয় থেকে নারীদের শিক্ষা সাময়িক বন্ধের নির্দেশ দিয়েছিল। যা আন্তর্জাতিক মহলের বিভিন্ন প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল। এর জবাবে উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী নাদা মুহাম্মাদ নাদিম স্পষ্টভাবে তাদেরকে জানিয়ে দেন, “আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ করা উচিত নয়। তারা একদিকে আমাদের বোনদের অধিকার নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে আবার অন্যদিকে তারাই আমাদের মুসলিম জনগণের উপর নিষেধাজ্ঞা চাপিয়ে দিচ্ছে।” সূত্র: টোলো নিউজ
এন.এইচ/