ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইরফান ফারাজিকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
আজ ২৩ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় এক যৌথ বিবৃতিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি মুহাম্মাদ আব্দুল আওয়াল ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ ফয়েজ গাজী উপরোক্ত কথা বলেন।
নেতৃদ্বয় বলেন, গত, (২২ ডিসেম্বর’২২) বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার দিকে এরফান ফারাজি খড়কি বামনপাড়া কারবালা কবরস্থানের দক্ষিন পাশে দোকানের মধ্যে অবস্থান করছিলো। এসময় দুর্বৃত্তরা দোকানের মধ্যে ঢুকে ইরফানের বুকের বাম পাশে একটি ছুরিকাঘাত করে কারবালা কবরস্থানের পাশের রাস্তার দিয়ে দৌড়ে পালিয়ে যায়। দুর্বৃত্তদের মুখে মাক্স পরা ছিলো। যার দৃশ্য সিসিটিভি ফুটেছে ধরা পড়েছে। বুকে ছুরিকাঘাতে প্রচুর রক্তক্ষরণের কারণে তিনি মারা যান। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।
নেতৃদ্বয় আরো বলেন, হত্যার ২৪ ঘন্টা পার হয়ে গিয়েছে কিন্তু এখনো সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়নি এটা অত্যন্ত দুঃখজনক, অতএব হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।