মোকলেছুর রহমান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
চরমোনাই মাহফিলের নমুনায় ২য় চরমোনাই নামে পরিচিত, কুড়িগ্রাম ধরলা ব্রিজ সংলগ্ন ফজলুল করিম (রহ.) জামিয়া ইসলামিয়া ময়দানে তিনদিন ব্যাপি বিশাল ইজতেমা আগামী ২২ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বাদ যোহর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমোনাই এর বয়ানের মধ্যেদিয়ে অনুষ্ঠানিক ভাবে শুরু হবে।
বাংলাদেশ মুজাহিদ কমিটি কুড়িগ্রাম জেলা শাখার সার্বিক ব্যবস্থাপনায় প্রতি বছর অনুষ্ঠিত হয়ে থাকে উত্তর বঙ্গের বিশাল এই ইজতেমা।
কুড়িগ্রাম ইজতেমা বন্ধে প্রতিবছর নানান সমস্যার সৃষ্টি করার চেষ্টা করা হয় বিভিন্ন কুচক্রী মহল দ্বারা। কিন্তু শতবাধা অপেক্ষা করে প্রতিবছর ইজতেমা সফল করে থাকেন বাংলাদেশ মুজাহিদ কমিটি কুড়িগ্রাম জেলা শাখা।
বাংলাদেশ মুজাহিদ কমিটি কুড়িগ্রাম জেলা শাখার ছদর আলহাজ্ব হযরত মাওলানা হাবিবুল্লাহ জেহাদির সাথে কথা হলে তিনি জানান, এ বছর আমাদের ইজতেমার আয়োজন আলহামদুলিল্লাহ অনেক ভালো।
প্রায় ৫/৬ লক্ষাধিক মানুষের ঢল নামে, ঐতিহাসিক চরমোনাই মাহফিলের নমুনায় কুড়িগ্রাম ধরলা নদীর তীরের এই ইজতেমা ময়দানে।
তিনি আরো বলেন,এ বছর গতবারের চেয়ে দ্বিগুন মানুষের উপস্থিতি হবে বলে আমরা আশাবাদী।
কেননা গত ইজতেমায় ইউনিয়নের পরিষদের নির্বাচন থাকার কারণে অনেক জায়গার লোকজন আসতে পারেনাই তাই এই বছর চাপ একটু বেশি হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি জনাব মাওলানা মুস্তাফিজুর রহমান জানান,আমাদের কুড়িগ্রাম ইজতেমার চুড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে আগামী, ২২,২৩,ও ২৪ ডিসেম্বর ২০২২ ইং ইজতেমা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
আগামীকাল ২২ ডিসেম্বর বাদ যোহর মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই এর উদ্ভধনি বয়ানের মধ্যে দিয়ে শুরু হবে মাহফিলের কার্যক্রম।
কুড়িগ্রাম জেলার এই ঐতিহাসিক ইজতেমার সকল কার্যক্রম প্রায় শেষ, এখনো ০১ দিন বাকি ইতিমধ্যেই ময়দানে অনেকেই উপস্থিত হয়েছে।
ইজতেমা সম্পর্কে কিছু মুসুল্লিদের সাথে আমাদের কথা হলে তারা বলেন, চুড়ান্ত তারিখ ঘোষণার পর লক্ষ লক্ষ মানুষ খুশি হয়েছে, আমরাও অনেক খুশি হয়েছি।
আর.আই/







1 thought on “আগামীকাল থেকে শুরু হচ্ছে চরমোনাই নমুনায় কুড়িগ্রামের তিনদিন ব্যাপি ইজতেমা”
মহিলা প্যান্ডেল আছে কি?