ফরহাদ আলম, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁয় প্রথমবারের মত আয়োজিত হয়েছে কেক কন্টেস্ট ও বেকিং ওয়ার্কশপ ২০২২, সেই সাথে হয়েছে বেকিং কন্টেস্ট।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ. এফ. এম. মোস্তাফিজুর রহমান ইন্সেটেক্টর পি টি আই নওগাঁ, বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সেফ নাজবিন ইসলাম, অনার অফ রাইমস কিচেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাদিয়া তামান্না, যার নেতৃত্বে প্রোগ্রাম আয়োজিত হয়েছে, তিনি অর্গানাইজার বেকিং এন্ড পেস্ট্রি সেফ কোর্স ১৫ ন্যাশনাল,
তিনি বলেন নারী উদ্যোক্তাদের নিয়ে গেট-টুগেদার এর মধ্য দিয়ে একজন নারী হতে পারে সফল উদ্যোক্তা।
আর.আই/