রেজাউল করীম,চরমোনাই মাদরাসা প্রতিনিধিঃ চরমোনাই আহসানাবাদ রশীদিয়া কামিল মাদরাসার -২০২৩ শিক্ষাবর্ষে প্রথম শ্রেনী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নবম শ্রেণিতে সাধারণ ও বিজ্ঞান এবং ভোকেশনাল বিভাগ রয়েছে।
আজ বুধবার (১৪ ডিসেম্বর) মাদ্রাসার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী (৩ জানুয়ারী ২০২৩ মঙ্গলবার ) সকাল ১০টায় চরমোনাই আহসানাবাদ রশীদিয়া কামিল মাদরাসায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত যেকোন শ্রেনিতে ভর্তি কার্যক্রম সম্পন্নের জন্য নির্ধারিত তারিখে মাদরাসার অফিস থেকে ভর্তি ফরম পূরণ করতে হবে। এবং পূরনকৃত ভর্তি ফরমসহ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
জানা যায়, চরমোনাই আহসানাবাদ রশীদিয়া কামিল মাদরাসার ২০২৩ ভর্তি কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মুহাম্মাদ আলতাফ হোসাইন।০১৭২১-২০৩০৯৭)
প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীতে ভর্তির জন্য যোগাযোগ
মৌলভী মোঃ আব্দুল হাকিম(০১৯৩১-৩৮৬৯১৭)
ক্বারী মুহাম্মাদ ওমর ফারুক (০১৭৮৮_৭৯৮২২২)
চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে ভর্তির জন্য যোগাযোগ
মাওলানা হুমায়ুন কবীর(০১৭১৮-২৩৩২৩১)
মাওলানা আবু বকর (০১৭৫৪-৯৪৩৪৩০)
মাওলানা মুহাম্মাদ ইউনুছ আলী(০১৭১৪-৯৯৭৫৮১)
৬ষ্ঠ শ্রেনীতে ভর্তির জন্য যোগাযোগ
ক্বারী মোহাম্মাদ আলী (০১৯০৭-০৭৬২৭১)
মাওলানা মোঃ জামাল হোসেন (০১৭১৩-৫৮৭৯৩৬)
মাষ্টার মোঃ নূরুজ্জামান (০১৯১৩-৪৩৬২৩৬)
৭ম শ্রেনীতে ভর্তির জন্য যোগাযোগ
মাওলানা আরিফুর রহমান (০১৭৪৬-৪৫০৪৫১)
মাষ্টার মুহাম্মাদ মনিরুল ইসলাম (০১৭৩৯-৫৯৬৫৭৩)
মাওলানা ফেরদাউস হোসাইন (০১৭১৮-২৩৩২৪৫)
৮ম শ্রেনীতে ভর্তির জন্য যোগাযোগ
মাওলানা আবু হানিফ(০১৭৪৬-৫৬৬০৮৮)
মাষ্টার মোঃ মামুনুর রশিদ মামুন (০১৭৭১-৪৮৩৫৫৭)
মাওলানা সোলায়মান হোসাইন (০১৭২৩-১০৬৭৬৬)
৯ম শ্রেনীতে ভর্তির জন্য যোগাযোগ
মাওলানা ছিদ্দিকুর রহমান (০১৭২৭-৭৮৩৯২৭)
হাফেজ মুহাম্মাদ বেলাল হোসেন (০১৭২৭-৮৯৯৮৪২)
মুহাম্মাদ মিজানুর রহমান (০১৭১৪-৬০০৩৬৮)
মাষ্টার খায়রুল ইসলাম গাজী(০১৭৩৮৭৫৩০০৯)
ভর্তি কার্যক্রম বিষয়ে ভর্তি কমিটির আহ্বায়ক মাওলানা মুহাম্মাদ আলতাফ হোসাইন বলেন, প্রতি বছরের মতো এবছরও চরমোনাই কামিল মাদরাসায় ভর্তি বিষয়ক কমিটি গঠন করা হয়েছে। এখানে পড়তে আসা প্রতিটি শিক্ষার্থী দেশের বিভিন্ন জেলা থেকে একবুক স্বপ্ন ও আশা নিয়ে পড়তে আসে। পিতামাতারা তাদের সেই সন্তানকে নিয়ে ভালো কিছু প্রত্যাশা করে।
তিনি আরো বলেন, এখানে যথাযথ মেধার মূল্যায়ন করা হয়। কোন শিক্ষার্থী এখানে ভর্তি হতে চাইলে ভর্তি পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়েই ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
এস.আই/