মোকলেছুর রহমান,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ প্রগতিশীল প্রযুক্তি এবং অন্তর্ভুক্তিমূলক উন্নতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে, কুড়িগ্রামের চিলমারীতে ৬ষ্ট বার্ষিকী ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২ উদযাপন করা হয়েছে।
দিবসটি উৎযাপন উপলক্ষে বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ রুকুনুজ্জামান শাহীন ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান আসমা বেগম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চিলমারী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোঃ জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম লিচু, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও সাবেক কমান্ডার আব্দুর রহিম সরকার, ডেপুটি কমান্ডার মোঃ মোজাফফর হোসেন, ৩নং থানাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মিলন প্রমুখ।
এস.আই/