আল আমীন, ভোলা জেলা প্রতিনিধি:
ভোলা শহরের নতুন বাজারে জমে উঠেছে পুরাতন গরম কাপড়ের মার্কেট। এসব মার্কেটে ভীড় করছে্ন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের সাধারণ মানুষ।
শহরের নতুন বাজার সংলগ্ন কবি মোজাম্মেল হক টাউন হল মাঠে বসেছে ভ্রাম্যমাণ এ মার্কেট।
মার্কেটের চেয়ে অপেক্ষাকৃত দাম অনেক কম হওয়ায় সেখানে স্বাচ্ছন্দ্যে পোশাক কিনতে পারেন সল্প আয়ের মানুষরা। তাই শীতের সময়ে বেচা-কেনায় সরগম হয়ে উঠে অস্থায়ী এসব পুরাতন গরম কাপড়ের দোকান।
পুরাতন মার্কেটে গরম কাপড় কিনতে আসা কয়েকজন ক্রেতার সাথে কথা বলে জানা যায়,শীতের সাথে পাল্লা দিয়ে পরিবারের চাহিদা মিটাতে প্রতিবছর শীতের গরম কাপড় কিনতে হয় পরিবারের সদস্যদের জন্য। তারা বলেন মার্কেটে এসব পোশাকের মূল্য চেয়ে ৩ থেকে ৪ হাজার টাকা,এতো মূল্য দিয়ে পোশাক কিনা তাদের পক্ষে অসম্ভব। তাই তারা স্বল্প মূল্যে শীতের গরম কাপড় কিনতে এসব দোকানে আসেন।
বিদেশে থেকে আসা এসব শীতের পোশাক চট্টগ্রাম থেকে ভোলায় নিয়ে আসেন ব্যবসায়ীরা।সে গুলো বস্তা হিসেবে ক্রয় করেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা জানান, প্রতি বছরের থেকে এ বছর বস্তা প্রতি ৩ থেকে ৪ হাজার টাকা বেশি দিয়ে তাদের কিনতে হচ্ছে। ফলে যাতায়াত খরচ বহন করে লাভ করতে তাদের হিমশিম খেতে হচ্ছে।
প্রতিটি বস্তায় অন্তত ১০০ টি পোশাক থাকে। এসব পোশাকের মধ্যে সোয়েটার, কোর্ট,গেঞ্জি, জ্যাকেট, ট্রাউজার, বেবি সুট সহ নারী পুরুষের রকমারি পোশাক। রকমারি ভেদে এসব পোশাকের দাম ৫০ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।
পুরাতন এ মার্কেটের পাশেই রয়েছে আয়রন ও ট্রেইলারের দোকান, মানুষ পোশাক কিনে পরিমাপ মত সাইজ করে নিয়ে আয়রন করালে বোঝার উপায় থাকে না সেগুলো নতুন না পুরাতন।
আর.আই/